kalerkantho


অন্যের তথ্য ফাঁস করলেও নিজের তথ্য দিতে নারাজ জাকারবার্গ

১২ এপ্রিল, ২০১৮ ০০:০০অন্যের তথ্য ফাঁস করলেও নিজের তথ্য দিতে নারাজ জাকারবার্গ

যুক্তরাজ্যের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে প্রায় আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য ব্যবহারের সুযোগ করে দিলেও নিজের তথ্য জানাতে আগ্রহী নন ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের একাধিক যৌথ কমিটির ৪৪ জন সিনেটরের সামনে শুনানিতে হাজির হন জাকারবার্গ। তখন তাঁকে সিনেটর ডিক ডারবিন প্রশ্ন করেন, আপনি রাতে কোন হোটেলে ছিলেন সে তথ্য জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না? প্রশ্ন শুনে প্রায় আট সেকেন্ড চুপ থেকে সংকোচ নিয়ে জাকারবার্গ উত্তর দেন ‘না’। তবে ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার বিষয়ে দোষ স্বীকার করে তিনি জানান, ‘ওটা আমার ভুল ছিল। আমি ক্ষমাপ্রার্থী।’ ফেইসবুক ব্যবহারকারীদের সংগ্রহ করা তথ্য মুছে ফেলা হয়েছে-কেমব্রিজ অ্যানালিটিকার এমন প্রতিশ্রুতি যাচাই না করে বিশ্বাস করাও ভুল ছিল বলে স্বীকার করেন। সমস্যা সমাধানে কিছুদিন সময়ও চান তিনি। ভবিষ্যতে বিনা মূল্যের পাশাপাশি অর্থের বিনিময়ে ফেইসবুক ব্যবহারের সুযোগ চালুরও ইঙ্গিত দেন।

টেক প্রতিদিন ডেস্ক, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্সমন্তব্য