kalerkantho


দেশের খবর

নীলফামারীতে চলছে বিজ্ঞান মেলা

ভূবন রায় নিখিল, নীলফামারী   

১১ এপ্রিল, ২০১৮ ০০:০০৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) থেকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান মেলা। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ড. মোহাম্মদ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রফিকুল ইসলাম প্রমুখ। জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।মন্তব্য