kalerkantho


উইকিপিডিয়ার তথ্যসহ ভিডিও দেখাবে ইউটিউব

১৬ মার্চ, ২০১৮ ০০:০০ভিডিও প্রচারের পাশাপাশি সেই ভিডিও সংশ্লিষ্ট উইকিপিডিয়ার আর্টিকলও প্রদর্শন করবে ইউটিউব। তবে সব ভিডিওতে নয়, মানুষের মনে প্রশ্ন বা সন্দেহ রয়েছে এমন ভিডিওগুলোর নিচে অল্প পরিসরে উইকিপিডিয়ার তথ্য ও লিংক প্রদর্শন করা হবে। বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা লিংকটিতে ক্লিক করলেই সরাসরি উইকিপিডিয়ায় ভিডিওটিতে থাকা বিষয়ের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে উইকিপিডিয়ার সঙ্গে চুক্তিও হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভালে এসব তথ্য জানিয়েছেন ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওয়াজিকি। তিনি জানান, ভুয়া বা প্রশ্নবোধক বিষয় নিয়ে তৈরি ভিডিও প্রতিরোধেই এ উদ্যোগ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চাঁদে অভিযান নিয়ে তৈরি ভিডিওতে উইকিপিডিয়ার সহায়ক তথ্য যুক্ত করে দেখান তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউটিউবে এসব ভিডিও দেখা যাবে।

 টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : টাইমস অব ইন্ডিয়ামন্তব্য