kalerkantho


অনলাইনে ‘স্ন্যাপ ম্যাপ’

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০অনলাইনে ‘স্ন্যাপ ম্যাপ’

বিশ্বের যেকোনো প্রান্তে থাকা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের বিনিময় করা ‘স্টোরিজ’ ফিচার পরখ করার সুযোগ দিতে map.snapchat.com চালু করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। নতুন এ সাইটে প্রবেশ করে বন্ধুদের পাশাপাশি অনলাইনে থাকা অন্য ব্যক্তিদের ‘স্ন্যাপ ম্যাপ’-এর মধ্যে দেখা যাবে। দেখা যাবে তাদের অবস্থানসহ হালনাগাদ বিনিময় করা ‘স্টোরিজ’-এর ছবি বা ভিডিও। ফলে আশপাশে থাকা বন্ধুরা কে কোথায় আছে, তা মানচিত্র আকারে দেখার পাশাপাশি তাদের বিনিময় করা সর্বশেষ ছবি বা ভিডিও দেখার সুযোগ মিলবে। তবে অনেকেই নিজের অবস্থানের তথ্য সবাইকে জানাতে আগ্রহী নয়। বিষয়টি মাথায় রেখে ‘ঘোস্ট মুড’ চালু করে ফিচারটি বন্ধও রাখা যাবে।

► টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল

 মন্তব্য