kalerkantho


প্রেস রিলিজ

বর্ষসেরা টেলিকম টাওয়ার কম্পানির পুরস্কার জিতল ইডটকো

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০দক্ষিণ-পূর্ব এশিয়ায় বর্ষসেরা টেলিকম টাওয়ার কম্পানির স্বীকৃতি পেয়েছে ইডটকো গ্রুপ। সিঙ্গাপুরের কনরাড সেন্টেনিয়াল হোটেলে ইডটকোকে ‘২০১৬ সাউথ-ইস্ট এশিয়া টেলিকমস টাওয়ার কম্পানি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করে ফ্রস্ট অ্যান্ড সুলিভান। ২০১৫ সালে বিভিন্ন কম্পানির ব্যবসায় উত্কর্ষ সাধন এবং শিল্প বিকাশে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পুরস্কারটি প্রদান করা হয়। এ বছর ইডটকো বাংলাদেশে জ্বালানি সমাধান এবং সক্রিয় অপারেশন ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম) সেবা চালু করেছে।


মন্তব্য