kalerkantho


ফ্রি ওয়াই-ফাইয়ে পর্নো খোঁজে ভারতীয়রা

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ফ্রি ওয়াই-ফাইয়ে পর্নো খোঁজে ভারতীয়রা

ভারতের ২৩টি রেলস্টেশনে আছে বিনা খরচে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা। মূলত গুগল আর ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারী রেলটেল যৌথভাবে এই সুবিধা দিয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যোগাযোগমাধ্যমে ভারতীয়দের আরো বেশি করে সম্পৃক্ত করা। কিন্তু সেই হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে ভারতীয়রা। এক জরিপ থেকে বেরিয়ে এসেছে, এসব রেলস্টেশনে বেশি সার্চ করা হয় পর্নো সাইটগুলো। আর সবচেয়ে বেশি পর্নো সার্চ করা হয় পাটনা রেলস্টেশনে। এই স্টেশনের পরই আছে   জয়পুর, বেঙ্গালুরু ও নয়াদিল্লির রেলস্টেশন।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : সিনেটমন্তব্য