kalerkantho


পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিয়ে সেমিনার

টেক প্রতিদিন ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাংলাদেশে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পাশাপাশি অনলাইনেও অর্থ লেনদেনের হার বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি মাথায় রেখে পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিয়ে সোমবার ঢাকায় সেমিনারের আয়োজন করছে সিটিও ফোরাম বাংলাদেশ, বিআইবিএম (বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট) এবং ভিসা। ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে বিভিন্ন ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ও কার্ড ডিভিশনের প্রধানরা অংশ নেবেন। গতকাল সিটিও ফোরামের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫৬টি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান আছে। গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস, বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচসহ অনেক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে ইলেকট্রনিকভাবে টাকা লেনদেন হচ্ছে। ইলেকট্রনিক লেনদেনের প্রধান বাধা হচ্ছে এর নিরাপত্তা। আর তাই গ্রাহকের টাকা ও তথ্য সুরক্ষিত রাখার পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি নিরাপত্তাবিষয়ক কর্মকৌশল তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। বিআইবিএম মিলনায়তনে অনুষ্ঠেয় এ সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরবেন ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার চিফ রিস্ক অফিসার শিবকুমার শ্রীরামন। প্রধান অতিথি থাকবেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।


মন্তব্য