kalerkantho


ট্যাটুর আদলে তৈরি ডিভাইস

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ট্যাটুর আদলে তৈরি ডিভাইস

ট্যাটুর আদলে তৈরি ডিভাইসটি ব্যবহারকারীদের ঘামে থাকা বিভিন্ন উপাদান পর্যালোচনা করে স্বাস্থ্যের খুঁটিনাটি বিভিন্ন তথ্য শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে সেসব তথ্য সরাসরি স্মার্টফোন বা ট্যাবলেটে পাঠাতেও পারে। ডিসপোজেবল প্যাঁচ সুবিধার ডিভাইসটি কাজে লাগিয়ে রোগের অগ্রিম তথ্যও জানা সম্ভব।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইলমন্তব্য