kalerkantho

বাহরাইনের বিপক্ষে প্রত্যয়ী বাংলাদেশ

২২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বাঘের ডেরায় গিয়ে বাঘের সঙ্গে লড়ার মতো অবস্থা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে ভালো কিছুর আশা করতে হলে বাহরাইনে আজ স্বাগতিকদের বিপক্ষেও যে তেমন কিছু করে দেখাতে হবে জেমি ডে’র শিষ্যদের। চার দলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন সরাসরি যাবে মূল পর্বে, রানার্স-আপ হলেও পয়েন্টের দিক থেকে ভালো অবস্থানে থাকলেই শুধু আশা।

এই গ্রুপে র‌্যাংকিংয়ের দিক দিয়ে বাহরাইনও শীর্ষে নয়, সেই অবস্থানে ফিলিস্তিন। অর্থাৎ শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ আছে তিন নম্বরে। গ্রুপ রানার্স-আপ হতে হলেও তাই ওপরের দুই দলের একটিকে পেছনে ফেলতে হবে। সেই হিসাবে আজ প্রথম ম্যাচেই বড় পরীক্ষার সামনে বাংলাদেশ। ফুটবলাররা এই পরীক্ষা দিতে শারীরিক, মানসিকভাবে তৈরি—এটিই সবচেয়ে ইতিবাচক দিক। মাশুক, মাহবুবুর, রবিউলদের আছে এশিয়ান গেমসে কাতারকে হারানোর স্মৃতি, জাতীয় দলের হয়ে সর্বশেষ কম্বোডিয়া জয়ও এই দলে ইতিবাচক মানসিকতা তৈরি করেছে, যেহেতু অনূর্ধ্ব-২৩ দলের ১১ ফুটবলারই ছিলেন সেই স্কোয়াডে। তার ওপর কাতারে দুটি প্রস্তুতি ম্যাচেও দেশটির শীর্ষ দুটি ক্লাবের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে একটি জয় ও একটি ড্র—আত্মবিশ্বাস জাগানোর মতোই অর্জন। কাল বাহরাইন থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার মাশুক জানিয়েছেন, এই ম্যাচে নিজেদের মেলে ধরতে মুখিয়ে তাঁরা, ‘প্রিমিয়ার লিগ, জাতীয় দলসহ আমরা টানা খেলার মধ্যে আছি। যে কারণে দলের সবার ফিটনেস অনেক ভালো। এ ধরনের বড় ম্যাচে যা খুব জরুরি। আর সাম্প্রতিক সময়ে আমরা ভালোও করেছি। এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে শেষ ষোলোতে খেলেছি। তাই বাহরাইনকে হারানোও অসম্ভব না, আমরা তাই জয়ের জন্যই নামব।’ ম্যাচের পুরো ৯০ মিনিট প্রত্যয়ী এই বাংলাদেশকে দেখা গেলেই দারুণ কিছু পাওয়ার সম্ভাবনা।

মন্তব্য