kalerkantho


এশিয়ান অ্যাথলেটিকস

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হংকং গিয়েছেন বাংলাদেশের চার অ্যাথলেট। চারজনই বিকেএসপির। তাঁদের মধ্যে তিনজন অংশ নেবেন স্প্রিন্টে। রাজিব রাজু ও সোনিয়া আক্তার অংশ নেবেন ১০০ মিটার স্প্রিন্টে। ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন সোহেল রানা। এ ছাড়া জান্নাতুল অংশ নেবেন হাই জাম্পে। বাংলাদেশ দলের কোচ হিসেবে আছেন বিকেএসপিরই আব্দুল্লাহেল কাফি।

আগামী ১৫ থেকে ১৭ মার্চ হংকংয়ের সিয়ং কোয়াং স্পোর্টস গ্রাউন্ডে হবে ১৫ থেকে ১৭ বছর বয়সী অ্যাথলেটদের আসর।মন্তব্য