kalerkantho


স্থায়ী হচ্ছেন শোলসকায়ের!

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০মৌসুমের মাঝপথে হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন ওলে গানার শোলসকায়ের। দায়িত্ব নিয়েই চমক দেখিয়েছেন নরওয়েজিয়ান এই সাবেক ফুটবলার। ১১ ম্যাচের ১০টিতেই জয়, ১ ড্র। লিগে সম্ভাব্য ২৭ পয়েন্ট থেকে ২৫ পয়েন্ট তুলে নিয়েছে শোলসকায়েরের ম্যানইউ, উঠে এসেছে শীর্ষ চারে। তাই জিনেদিন জিদান, মুরিসিও পচেত্তিনো এ রকম বড় বড় নাম শোনা গেলেও স্থায়ী কোচ হিসেবে শোলসকায়েরের নামটাই উঠে আসছে। মাঠের ফলের সঙ্গে মাঠের বাইরের খবরেও মিলছে আভাস। শোলসকায়েরের এজেন্ট, জিম সলবাকেনকে দেখা গেছে ক্লাবের আংশিক মালিক আভরাম গ্লেজারের সঙ্গে কথা বলতে। সাবেক তারকা গোলরক্ষক পিটার স্মেইকেল মনে করেন, ‘সে যা যা ঠিক করা দরকার ছিল, সবই ঠিক করেছে। তবে সে তো অন্তর্বর্তী কোচ, তার হারাবার কিছুই নেই। সে স্থায়ী দায়িত্ব পাবে কি না, সেটা নির্ভর করবে বড় ম্যাচগুলোতে সে কী করে তার ওপর। এই ম্যাচের ফলই ঠিক করবে তার ভবিষ্যৎ।’ মেইল অনলাইন

 মন্তব্য