kalerkantho


জুভেন্টাসে প্রথম শিরোপায় চোখ রোনালদোর

১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—দুই ক্লাবের হয়ে কত শিরোপাই তো জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দলবদলের পর জুভেন্টাসে এসে একটা মৌসুমও তো পুরো শেষ হয়নি ‘সিআরসেভেন’-এর, তাই আসছে না লিগ বা চ্যাম্পিয়নস লিগ জয়ের কথাও। তবে ইতালিয়ান সুপার কাপের শিরোপাটাই হতে পারে জুভেন্টাসে রোনালদোর প্রথম শিরোপা। প্রথাগতভাবে ইতালিয়ান কাপ ও সিরি এ জয়ী দল মুখোমুখি হয় এই ম্যাচে। তবে গত বছর জুভেন্টাস লিগ ও কাপ দুটোই জেতায় এবার জুভেন্টাসের প্রতিপক্ষ হচ্ছে কাপ রানার্স-আপ এসি মিলান। সৌদি আরবের জেদ্দায় কিং ফয়সাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। স্টেডিয়ামে মহিলা সমর্থকদের প্রবেশাধিকার না থাকাসহ মানবাধিকার লঙ্ঘনের নানা বিষয়ে এই ম্যাচকে ঘিরে আছে বিতর্ক। এএফপিমন্তব্য