kalerkantho

ফ্লপ অব দ্য ডে

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

৪৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে এর পরও হাল ছাড়েনি সাইপ্রাস। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করছিল তারা। কিন্তু ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ হয়ে যায় ৮০ মিনিটে ভ্যালেন্তিনোস সিয়েলিস লাল কার্ড দেখলে। ওলে সেলনেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

মন্তব্য