kalerkantho


সংক্ষিপ্ত

জেরেভের চমক

২০ নভেম্বর, ২০১৮ ০০:০০জেরেভের চমক

রজার ফেদেরার ছিটকে গিয়েছিলেন সেমিফাইনালে। বছর শেষের লন্ডন এটিপি মাস্টার্সের শিরোপা জয়টা সময়ের অপেক্ষা মনে হচ্ছিল নোভাক জোকোভিচের। ১৪ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকাকে চমকে দিলেন আলেকজান্দার জেরেভ। ২১ বছর বয়সী জার্মান তরুণ ৬-৪, ৬-৩ সেটে বিধ্বস্ত করলেন সময়ের সেরা তারকাটিকে। তাতে প্রাইজমানি পেয়েছেন ২ মিলিয়ন পাউন্ড। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জেরেভ হেরেছিলেন জোকোভিচের সঙ্গে। ফাইনালে মধুর প্রতিশোধ নিয়ে অভিভূত তিনি, ‘অবিশ্বাস্যরকম খুশি আমি। নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সেরা সাফল্য। ছন্দে থাকা জোকোভিচ সব সময় ভয়ংকর। রজার ফেদেরারকে সেমিফাইনালে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠি। ফাইনালে যেভাবে খেলেছি, এককথায় দুর্দান্ত।’ জোকোভিচও মেনে নিলেন জার্মান এই তরুণের শ্রেষ্ঠত্ব, ‘ফেদেরারকে হারানোর পর থেকে ওকে সমীহ করছিলাম। একই ছন্দে খেলেছে আমার বিপক্ষে, অভিনন্দন জেরেভকে।’ বিবিসিমন্তব্য