kalerkantho


বিশ্বকাপে চোখ রেখে শুরু

২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ওয়ানডে বিশ্বকাপের বাকি আর আট মাস। শিরোপার অন্যতম দাবিদার হয়ে টুর্নামেন্টটা খেলবে ভারত। ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের আগে বিরাট কোহলির দল খেলবে ১৮টি ওয়ানডে। এর প্রথমটি আজ গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপে চোখ রেখেই পাঁচ ম্যাচের এই সিরিজে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চান কোহলি। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনি থাকলেও স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে আরো এক উইকেটরক্ষক ঋষভ পান্টের। এশিয়া কাপে অভিষেক হওয়া পেসার খলিল আহমেদও থাকছেন পরীক্ষিত উমেশ যাদব ও মোহাম্মদ সামির সঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে সব শেষ খেলা ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হেরেছিল ভারত। নিজেদের চেনা কন্ডিশনে সেই ব্যর্থতা পেছনে ফেলা চ্যালেঞ্জ তাদের।

ওয়েস্ট ইন্ডিজও সিরিজটা খেলবে বিশ্বকাপে চোখ রেখে। ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরে থাকায় খেলতে হয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব। ক্রিস গেইল, এভিন লুইসের মতো তারকারা বিশ্বকাপের টিকিট এনে দিলেও বাছাই পর্বের ফাইনালে জেতাতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে। এরপর নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে গেইল, লুইসকে নিয়েই সিরিজ হার ১-২ ব্যবধানে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নেই এই দুই ওপেনার। তাই তরুণ ফ্যাবিয়েন অ্যালেন, চন্দরপল হেমরাজ, ওশেন টমাস ও ওবেদ ম্যাককয়দের সুযোগ নিজেদের প্রমাণের। ভারতে সিরিজ শেষ করে ক্যারিবীয়রা আসবে বাংলাদেশে।  পিটিআইমন্তব্য