kalerkantho


হোম-অ্যাওয়ে লিগের স্বপ্ন পূরণ হচ্ছে!

২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ১৩ দলের সাত কি আটটি ভেন্যু। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, নীলফামারী, ফরিদপুর, গোপালগঞ্জ, নোয়াখালীজুড়ে ম্যাচ প্রতি সপ্তাহে। শুধু এক স্টেডিয়ামে আবদ্ধ হয়ে পড়া লিগের জন্য এ তো স্বপ্নে উড়াল। কাল পেশাদার লিগ কমিটির সভায়ও চূড়ান্ত হয়েছে ন্যূনতম সাতটি ভেন্যুতে হবে এবারের লিগ, বেড়ে সেটা আটও হতে পারে।ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম হোম ভেন্যু থাকবে শুধু আবাহনী, মোহামেডান ও ব্রাদার্সের, রহমতগঞ্জও তা পেতে পারে। চট্টগ্রাম আবাহনী হোম ম্যাচ খেলবে এম এ আজিজ স্টেডিয়ামে, ময়মনসিংহে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগ। বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচ খেলতে যেতে হবে নীলফামারীতে। সিলেট হতে পারে শেখ রাসেলের হোম ভেন্যু। গোপালগঞ্জ হোম ভেন্যু মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। কালই সভায় চূড়ান্ত হয়েছে শেখ জামাল খেলবে ফরিদপুরে। নোয়াখালীর ভুলু স্টেডিয়াম বিজেএমসি ও নোফেল স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু। গোপালগঞ্জ মুক্তিযোদ্ধার হোম ভেন্যু ছিল আগেই। শেখ রাসেলেরও প্রথম পছন্দ ছিল তা, মুক্তিযোদ্ধাকে ছাড় দিয়ে তারা যেতে চাইছে সিলেটে। নীলফামারী নতুন ভেন্যু হলেও নতুন ক্লাব বসুন্ধরা কিংস জেলাটিকে পুরো আত্তীকরণ করে নিয়েছে।
 মন্তব্য