kalerkantho


স্পিনের প্রস্তুতির সঙ্গে চমকও আছে জিম্বাবুয়ের

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০স্পিনের প্রস্তুতির সঙ্গে চমকও আছে জিম্বাবুয়ের

আমরা তো জয়ের আশাই করছি। কেউ তো আর হারা প্রত্যাশা করে না। আমরা ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। জানি কাজটা কঠিন হবে। তবে আমরা জিততেই এসেছি আর জেতার চেষ্টাই করব। কাইল জার্ভিস

ক্রীড়া প্রতিবেদক : কাইল জার্ভিস পেসার। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ম্যালকম জার্ভিসের ছেলে কাইল আবির্ভাবেই বেশ আলোড়ন ফেলে দিয়েছিলেন তাঁর গতিময় বোলিং দিয়ে। একটা সময়ে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বলও করতেন জার্ভিস। কিন্তু যেটা হয়, গতির নেশায় মাতলে আপস করতে হয় নিয়ন্ত্রণের সঙ্গে। খরুচে হয়ে যাচ্ছিলেন, এরপর কাউন্টির টানে ছাড়লেন দেশের ক্রিকেট। নানা ঘাটের জল খেয়ে ফের দেশের হয়ে খেলায় ফিরেছেন। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে ভালো বল করেছিলেন জার্ভিস, তবে জানেন বাংলাদেশে নিজের পেসটা হয়ে যাবে ভোঁতা। তুরুপের টেক্কা হবে স্পিন, ‘বাংলাদেশে যখনই আমরা আসি, আমরা জানি যে এখানে ঘূর্ণি উইকেটে শীর্ষস্থানীয় স্পিনারদের বল খেলতে হবে। আমাদের ক্রেমারও ভালো, সে অবশ্য এবার নেই। তবে নতুন একজন আছে (মাভুতা), সে ভালোই করেছে দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে উইলিয়ামস, রাজা, মাসাকাদজা; আমাদের হাতে বেশ কিছু বিকল্পই আছে।’ আজ বিকেএসপিতে একমাত্র অনুশীলন ম্যাচটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন জার্ভিসরা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ বলে মনে করেন এই পেসার, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা যেমনটা পেয়েছিলাম, তার সঙ্গে এখানকার গরম, বাতাসের আর্দ্রতা, সবই আলাদা। এখানে বাউন্স কম হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা দরকার।’ অবশ্য এটাও মানলেন যে ফিবছর আসতে আসতে এখানকার জল-হাওয়া চেনা হয়ে গেছে, ‘আমাদের কয়েকজন বিপিএলে খেলেছে আর প্রতিবছরই তো বাংলাদেশে আসা হয়। আর এবার তো সাকিব-তামিমও নেই। তাই আমাদের বেশ ভালো একটা সুযোগ আছে।’

 

সেরা দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। দলে তারুণ্যের কোলাহল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় সব ম্যাচ হারলেও জিম্বাবুয়ের আছে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়ে আসার মনোবল। জার্ভিস তাই আশাবাদী, ‘আমরা তো জয়ের আশাই করছি। কেউ তো আর হারা প্রত্যাশা করে না। আমরা ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। জানি কাজটা কঠিন হবে। তবে আমরা জিততেই এসেছি আর জেতার চেষ্টাই করব।’মন্তব্য