kalerkanthoমারিয়ারা খেলবে অনূর্ধ্ব-১৮ সাফেও

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : দৃশ্যটা অদ্ভুতই। গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট চলছে। তার মধ্যে কোচ, খেলোয়াড় এলেন আরেকটি টুর্নামেন্টের জন্য সংবাদ সম্মেলনে, প্রস্তুতি-প্রত্যাশার কথাও বললেন তাঁরা। বিস্ময়ের হলেও বাস্তবতাটা এমনই, মেয়েদের অনূর্ধ্ব-১৬ দলের কোচ গোলাম রব্বানীই অনূর্ধ্ব-১৮ দলের কোচ। ভুটানে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে সেই দলই নিয়ে যাবেন। যে দলে ঢাকায় এই মুহূর্তে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই খেলা দলটিরই আবার ১৩ খেলোয়াড়। তার মধ্যে মারিয়া মান্ডাও আছে।

 

অনূর্ধ্ব-১৬ দলের বাছাইয়ে বাংলাদেশ এই মুহূর্তে বড় পরীক্ষার সামনে। শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে শিরোপা জয়ের ভাবনাতেই এখন খেলোয়াড়রা। এর মধ্যেই কাল সংবাদ সম্মেলনে এসে অনূর্ধ্ব-১৮ সাফেও নিজেদের ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়ে গেল মারিয়া। দলের অধিনায়ক মৌসুমি, যে কিনা গত বছর অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বেই খেলেছে। সে দলের অধিনায়ক কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্না, সানজিদা আক্তার, মার্জিয়াসহ ১০ খেলোয়াড় আছে সাফের দলে। বর্তমান অনূর্ধ্ব-১৬ দল থেকে মারিয়ার সঙ্গে আছে মনিকা, তহুরা, আনুচিং, আনাই, আঁখি খাতুনরা।মন্তব্য