kalerkanthoসংক্ষিপ্ত

বঙ্গবন্ধু গোল্ডকাপে থিম সং

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : কে স্পোর্টসের হাতে পড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ পেয়েছে নতুনত্বের ছোঁয়া। জমকালো ড্র অনুষ্ঠানের পর প্রথমবারের এই আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য তৈরি হয়েছে একটি ‘থিম সং’। গতকাল রবিবার বাফুফে এটি আনুষ্ঠানিকভাবে এটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেছেন, “খেলাধুলার সঙ্গে সংগীতের আছে নিবিড় সম্পর্ক। কণ্ঠশিল্পী শাকিরার ‘ওয়াকা-ওয়াকা’ শুনলেই মনে পড়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কথা। তাই বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্যও বানানো হয়েছে একটি থিম সং যেন এটি টুর্নামেন্টের কথা মনে করিয়ে দেয় আমাদের।” থিম সংটি হলো এ রকম ‘আয় দলে, আয় বলে। জড়ালে বল জালে, গোলে গোলে শোরগোলে নাচবো সব দলে।’ রাকিব হাসান রাহুলের কথা ও অদিতের সুরে এটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। সংস্কৃতিমন্ত্রী খেলাধুলার লোক নন, কিন্তু ফুটবল সম্পৃক্ততা যেন এড়াতে পারেন না, ‘ফুটবলের জন্য সব সময় আমাদের একটা আলাদা টান কাজ করে। আমরা সকলেই একসময় কোনো না কোনো দলের সমর্থক ছিলাম। ফুটবল আমাদের নানা মৈত্রীর বন্ধন।’ এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, বাফুফে সদস্য হারুনুর রশীদ, কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম প্রমুখ। ছয় দলের এই আন্তর্জাতিক আসরে কিছুটা পরিবর্তনও হয়েছে। আগের ফরম্যাটে খেলা হওয়ার কথা ছিল সিলেট ও ঢাকায়। দুই ভেন্যুর মাঝে ঢুকেছে কক্সবাজারও, সেখানে হবে দুটি সেমিফাইনাল।মন্তব্য