kalerkanthoঅবশেষে রোনালদোর গোল

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০অবশেষে রোনালদোর গোল

সিরি ‘এ’তে জুভেন্টাসের হয়ে প্রথম তিন ম্যাচে গোলে শট ছিল ২৩টি, তবু গোলশূন্য ক্রিস্তিয়ানো রোনালদো। সেই গোলখরা ঘুচল সাসুউলোর বিপক্ষে। তাও কিনা একই ম্যাচে জোড়া গোল! সাসুউলোর বিপক্ষে ২-১ গোলের জয় জুভেন্টাসের, দুটো গোলই রোনালদোর। শেষ সময়ে একটা গোল শোধ করেছে সাসুউলো, মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করা, থুথু ছিটানোর অপরাধে লাল কার্ড দেখেছেন ডিয়েগো কোস্তা। ম্যাচের ৫০ মিনিটে প্রথম গোলটা করে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন রোনালদো, দেখা যায় সেই বহুপ্রতীক্ষিত উদ্যাপন। ৬৫ মিনিটে রোনালদোই দ্বিগুণ করেন ব্যবধান। সুযোগ পেয়েছিলেন হ্যাটট্রিকেরও; কিন্তু বল এরপর গোলবারের ধার ঘেঁষেই যে বেরিয়ে যায় দুইবার!

শনিবার পয়েন্ট খোয়াল মাদ্রিদের দুই ক্লাবই। পথটা দেখিয়েছিল অ্যাথলেতিকো মাদ্রিদ, যদিও বলা ভালো তারা এইবারের সঙ্গে হার এড়িয়েছিল ৯৪ মিনিটে সমতাসূচক গোল করে। অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে রিয়াল মাদ্রিদ সমতা ফিরিয়েছিল আরো আগে, ম্যাচের ৬৩ মিনিটে। কিন্তু এরপর আরো আধাঘণ্টা সময় পেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেননি ইসকো-আসেনসিওরা। ফল, লিগে চলতি মৌসুমে রিয়ালের প্রথম পয়েন্ট খোয়ানো। বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ, ম্যাচের ৬৩ মিনিটে ইসকো করেছেন সমতা ফেরানো গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা চারটা ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর ওয়াটফোর্ড নিজের মাঠে খেলেছে ম্যানইউর সঙ্গে, তবু তারা পারেনি রেড ডেভিলদের দুঃসময়ের সুযোগটা নিতে। বরং তিন মিনিটের ব্যবধানে দুটো গোল হজম করেছে ওয়াটফোর্ড। টটেনহামের কাছে নিজ মাঠে ৩-০-তে হারের পর প্রতিপক্ষের মাঠে টানা দুটো ম্যাচ জিতে খানিকটা সুসময়ের ছোঁয়া পাচ্ছে ম্যানইউ।

গোলমুখের জটলা থেকে ইকের মুনিয়ানের ডান পায়ের শটে বল চলে যায় রিয়ালের জালে। ঠেকাতে পারেননি থিবো কোর্তোয়া। প্রতিপক্ষের মাঠে গিয়ে পিছিয়ে পড়া, ইউলেন লোপেতুগির শিষ্যদের সামনে মৌসুমের প্রথম হারের ভয়। ৬১ মিনিটে লুকা মডরিচকে তুলে ইসকোকে নামালেন কোচ, দুই মিনিটেই হাতেনাতে ফল! গ্যারেথ বেলের ক্রসে ইসকোর হেডে সমতা ফেরানো গোল রিয়াল মাদ্রিদের। লিগে ৪ ম্যাচের সব কয়টিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা, ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

প্রিমিয়ার লিগে টটেনহামের সঙ্গে জিতলেও শীর্ষস্থান হারিয়েছে লিভারপুল, কারণ কার্ডিফ সিটিকে ৪-১ গোলে হারিয়ে শ্রেয়তর গোল ব্যবধানে ওপরে উঠে গেছে চেলসি। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ‘ব্লু’রা, কার্ডিফের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এডেন হ্যাজার্ড। স্কাই স্পোর্টসমন্তব্য