kalerkantho


মেয়েদের সাফেও একই গ্রুপে

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : সাফ সুজুকি কাপে ৬ পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশের। মেয়েদের সাফেও ঠিক একই রকম গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেই নেপাল, পাকিস্তান, ভুটানই গ্রুপসঙ্গী। অন্য গ্রুপে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আগামী ১৪ থেকে ২৩ ডিসেম্বর হবে এ আসর। যদিও এর ভেন্যু এখনো চূড়ান্ত নয়। অনূর্ধ্ব-১৫ সাফেও চার দলের গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেপালে আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। একেবারেই সহজ গ্রুপে চ্যাম্পিয়ন ভারত, ভুটান ও শ্রীলঙ্কা।

২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জেতা বাংলাদেশ গত বছর নেপালেই হয়েছে তৃতীয়। এবার শিরোপা উদ্ধারের মিশন কিশোর ফুটবলারদের। গত মাসখানেক ধরেই এর জন্য প্রস্তুতি ক্যাম্প চলছে তাদের নীলফামারী স্টেডিয়ামে। কোচ পারভেজ বাবু এবারও দলটির দায়িত্বে।মন্তব্য