kalerkantho


অবসর ভাবনা নেই অ্যান্ডারসনের

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০পাঁচ টেস্টে ১৮.১২ গড়ে ২৪ উইকেট। ভারতের বিপক্ষে সিরিজে এমন দুর্দান্ত পারফরম্যান্সে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন। তবু জেমস অ্যান্ডারসনের বয়সটাকে তো আর উপেক্ষার উপায় নেই। ৩৬ বছরের এই পেসারকে শীতের শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা ইংল্যান্ডের নির্বাচকদের। যদিও অমন কিছুর প্রয়োজন নেই দাবি করে সফরগুলোতে যাওয়ার আকুতিই তাঁর।

সাদা পোশাকে ইংল্যান্ডের পেস আক্রমণের ভার অনেক দিন ধরেই অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ওপর। পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য সামনের দুই সিরিজে তরুণদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা ওই দুই অভিজ্ঞকে বিশ্রাম দিয়ে। যদিও ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী টেস্টের আগে যে আট সপ্তাহ সময় রয়েছে, বিশ্রামের জন্য সেটিকেই যথেষ্ট মনে করছেন অ্যান্ডারসন, ‘মাঝের সময়টায় তো আমি ও স্টুয়ার্ট সাদা বলের কোনো ক্রিকেট খেলব না। সামনের চ্যালেঞ্জের সঙ্গে শারীরিক ও মানসিকভাবে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় রয়েছে বলে মনে করি।’

অ্যান্ডারসনের ৩৬ বছর পেরিয়ে গেছে। তার ওপর এ সপ্তাহেই ৩৩ বছরের অ্যালিস্টার কুকের অবসর নেওয়ার স্মৃতি টাটকা। নিজের অবসর প্রসঙ্গেও তাই প্রশ্নের মুখোমুখি হতে হয় আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক কাটানো এই পেসারকে। যদিও তা নিয়ে খুব একটা ভাবছেন না বলে জানান অ্যান্ডারসন, ‘সত্যি বলতে কি, অবসর নিয়ে আমি ভাবছি না। কেননা আমি তখনই নিজের সেরাটা খেলি, যখন শুধু ঠিক সামনের কথা ভাবি; পরের ম্যাচ, পরের সিরিজ। এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে বিশ্রামের সময় রয়েছে। এরপর প্রস্তুতি নেব ওখানে বোলিংয়ে, যা অবশ্যই কঠিন। এরপর দেখা যাক, কী হয়।’ ক্রিকইনফোমন্তব্য