kalerkantho


টসভাগ্যে সেমিতে মালদ্বীপ

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ শেষে স্টিফেন কন্টেন্সটাইন প্রতিপক্ষ ডাগআউটের দিকে এগিয়ে ট্রেভর মরগানকে কী যেন জিজ্ঞেস করলেন। কী বলছিলেন তিনি? ‘এখন কী হবে তোমাদের’—হয়তো এমন কিছু? এই প্রশ্নটা আসলে ম্যাচজুড়েই ছিল। শ্রীলঙ্কার পর মালদ্বীপকেও একই ব্যবধানে (২-০) হারিয়েছে ভারত। তাতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেছে তারা। নিজেদের ম্যাচে ড্র করা মালদ্বীপ-শ্রীলঙ্কার তাই পয়েন্ট সমান ১ করে। সঙ্গে একই প্রতিপক্ষের কাছে একই ব্যবধানে হারের ব্যবধানও একই।

বিশ্বকাপের মতো সাফের বাইলজে ‘ফেয়ার প্লে’-র হিসাবের কথা বলা নেই। তাই কাল ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের রানার্স-আপ ঠিক করতে তাই দারুণ নাটকীয়তা। লঙ্কান দলের কোচ পাকির আলী তাঁর এক খেলোয়াড়কে নিয়ে মাঠে চলে এলেন। মালদ্বীপের খেলোয়াড়-কোচ তো ছিলেনই। তাঁদের সামনে রেখে টস করলেন টুর্নামেন্ট কমিশনার। মাঠের খেলায় জয়হীন মালদ্বীপ জিতল টসে। ভারতের সঙ্গে স্রেফ ভাগ্যের সহায়তা নিয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে উঠে গেল ট্রেভর মরগানের দল। প্রথম ম্যাচে ভারতীয়দের বিপক্ষে দারুণ লড়াকু পারফরম্যান্স দেখানো শ্রীলঙ্কার কোচ পাকির আলী ফিরে গেলেন ভাগ্যের কাছে হেরে। চ্যাম্পিয়ন ভারত অবশ্য সেসবের ধার ধারেনি। ফেভারিট হিসেবেই উঠেছে সেমিতে। নিখিলের গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মানভির সিংয়ের লক্ষ্যভেদে।মন্তব্য