kalerkantho


কুকের শেষ ইনিংস

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সিরিজ জেতা হয়ে গেছে আগেই। ডেড রাবার ম্যাচটা নিছক অ্যালিস্টার কুকের বিদায় সংবর্ধনার মঞ্চ! কিন্তু সেখানে যে স্পটলাইটটা নিয়ে যাচ্ছেন অন্য কেউ। প্রথম ইনিংসে, বলা ভালো প্রথম দিনে কুকই ছিলেন কেন্দ্রবিন্দুতে। ইংল্যান্ডের ৭ উইকেটে ১৯৮ রানের ৭১ রানই ছিল কুকের। কিন্তু খেলা যত গড়িয়েছে, ভিড় বেড়েছে কেন্দ্রীয় চরিত্রে! রানে প্রথম ইনিংসে জস বাটলার ছাড়িয়ে গেছেন কুককে, ৮৯ রান করে তিনিই ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের মালিক। ভারতের ইনিংসেও লেজের লড়াইটাই জোরালো হলো। বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও রবীন্দ্র জাদেজা অপরাজিত ৮৬ রানে। অভিষিক্ত হনুমা বিহারি আউট হয়েছেন ৫৬ রান করে। তাইতো ১৬০ রানে ৬ উইকেট হারানোর পর ভারতের প্রথম ইনিংসটা শেষ হয়েছে ২৯২ রানে। সপ্তম উইকেটে হনুমা বিহারি ও জাদেজা মিলে যোগ করেন ৭৭ রান। মাত্র ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। টেস্টে এটাই অ্যালিস্টার কুকের শেষ ইনিংস। তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৪ রান। স্বাগতিকদের লিড ১৫৪ রান। ৪৬ রানে অপরাজিত আছেন কুক। আর জো রুট ব্যাট করছেন ২৯ রানে। ক্রিকইনফোমন্তব্য