kalerkantho


সংক্ষিপ্ত

যৌথভাবে শীর্ষে জিয়া

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : সিজেকেএস ফোর এইচ গ্রুপ ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ড মাস্টার্স দাবায় যৌথভাবে শীর্ষে আছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। নবম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের এই গ্র্যান্ড মাস্টারের অর্জন সাড়ে ৬ পয়েন্ট। সমান সাড়ে ৬ পয়েন্ট নিয়ে জিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার ধূলিপাল্লা বালা চন্দ্রা প্রাসাদও। ৬ পয়েন্ট করে অর্জন করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার ফাহাদ রহমান, ভারতের গ্র্যান্ড মাস্টার আর এম ললিত বাবু এবং নীলেশ সাহা। নবম রাউন্ডের খেলায় জিয়া হারিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুলকে। রাকিব হারান শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে। আর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ হারিয়েছেন ফিদে মাস্টার ফাহাদকে। আজ সকাল ১০টায় শুরু হবে দশম ও শেষ রাউন্ডের খেলা।মন্তব্য