kalerkantho


ফ্লপ অব দ্য ডে

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্টে শুরুটা চরম হতাশার হয়েছে তাঁর ওপেনিং সঙ্গী কিটন জেনিংসের। ভারতের বিপক্ষে পুরো সিরিজেই যদিও তাঁর ব্যাট হাসেনি। পাঁচ ম্যাচের আট ইনিংসে এমনকি একটি পঞ্চাশছোঁয়া ইনিংসও নেই তাঁর। সর্বোচ্চ ৪২ রান করেছিলেন বার্মিংহামে প্রথম ম্যাচে। ওভালে গতকাল শুরু পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেও পারেননি ব্যর্থতার চক্র থেকে বেরোতে। এবার আউট হয়ে গেছেন তিনি ২৩ রানে।

 মন্তব্য