kalerkantho


টপ অব দ্য ডে

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

কারেন খাচানভের বিপক্ষে ম্যারাথন ম্যাচ জিতে দশবার ইউএস ওপেনের শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। রাশান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তাঁর শুরুটা ছিল হতাশার। প্রথম সেটে ৫-৭ গেমে হেরে যান স্প্যানিয়ার্ড তারকা। পরের তিন সেটেও তুমুল লড়ে গেছেন খাচানভ। কিন্তু প্রায় সাড়ে চার ঘণ্টার এক ম্যারাথন লড়াই শেষে ৩-১ সেটের জয়ে শেষ হাসিটা হেসেছেন নাদালই।মন্তব্য