kalerkantho


ভেনাসের বিদায়

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ভেনাসের বিদায়

কোনো প্রতিযোগিতামূলক আসরে ৩০তম বারের মতো মুখোমুখি হয়েছিলেন উইলিয়ামস বোনেরা। ১৯৯৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম দেখার দুই দশক পর ৩০তম বারের মতো কোর্টে তাঁদের দেখা হয়ে গেল ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে। ঠিক আগের দেখায়, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে জিতেছিলেন ভেনাস। তবে গ্র্যান্ড স্লামে জিতলেন সেরেনাই। মা হওয়ার পর এটাই নিজের সেরা ম্যাচ বললেন সেরেনা, ‘আমি এই রাতে খুব ভালো খেলেছি, খুব সম্ভবত ফেরার পর সবচেয়ে ভালো। শুধু তা-ই নয়, ভেনাসের বিপক্ষে এটাই নিঃসন্দেহে আমার সেরা ম্যাচ।’ ১৯৯৮ সালেই, দ্বিতীয় দেখায় বোনের কাছে ৬-৪, ৬-২ গেমে হেরেছিলেন সেরেনা। এবার বোনকেই হারালেন ৬-১, ৬-২ গেমে। ভেনাসও বললেন, ‘ও অসাধারণ খেলেছে। আমি খুব বেশি ভুল করিনি, কিন্তু ও সবই ঠিকভাবে করেছে।’ পুরুষ এককে তৃতীয় রাউন্ডে নিজ নিজ খেলায় জিতেছেন রাফায়েল নাদাল, হুয়ান মার্তিন দেল পোত্রো। এএফপিমন্তব্য