kalerkantho


সংক্ষিপ্ত

ওয়ানডে সিরিজ না জেতার অতৃপ্তি

২০ আগস্ট, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ এ ড্র করলেও টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতেই আয়ারল্যান্ড সফর থেকে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। সফরের শেষ ম্যাচে ৮০ রানের ইনিংস খেলে দলকে টি-টোয়েন্টি সিরিজ জেতানোর নায়ক মোহাম্মদ মিঠুন বলছেন ওয়ানডে সিরিজও জেতা উচিত ছিল তাঁদের, ‘সাফল্য বলতে খুব খারাপ হয়নি। তবে আমরা আরো ভালো করতে পারতাম। আমাদের ওয়ানডে সিরিজটি জেতা উচিত ছিল। তবে ওদের দলটিও অনেক ভালো ছিল। অনেকেই ছিল যাঁরা জাতীয় দলে খেলে। দলটি অভিজ্ঞও ছিল। তারপরও আমি বলবো সবমিলিয়ে সফরটি ভালোই গিয়েছে আমাদের।’মন্তব্য