kalerkantho

জুভেন্টাস, চেলসির নাটকীয় জয়

১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজুভেন্টাস, চেলসির নাটকীয় জয়

শুরুতে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়া, পেনাল্টি হজম করা, সমতা ফেরানো আত্মঘাতি গোল, ইনজুরি সময়ে জয়সূচক গোল; শিয়েভো ভেরোনার বিপক্ষে সবই দেখেছে জুভেন্টাস। শুধু দেখা যায়নি রোনালদোর গোল। নাটকীয় ম্যাচে ৩-২ গোলে জিতে নতুন মৌসুম শুরু করেছে জুভেন্টাস, তবে সিরি এ অভিষেকে গোলহীন রোনালদো। ছবি : এএফপি

ইংল্যান্ডে মৌসুমের প্রথম বড় ম্যাচ। মুখোমুখি রাজধানীর দুই ক্লাব চেলসি-আর্সেনাল। দুই স্প্যানিয়ার্ড পেদ্রো আর মোরাতার গোলে ২০ মিনিটের ভেতর চেলসির ২-০তে এগিয়ে যাওয়া। আবার ৩৭ মিনিটে মিখিতারিয়ান ও ৪১ মিনিটে আইওবির গোলে আর্সেনালের সমতায় ফেরা। প্রথমার্ধের সমাপ্তির আগেই ম্যাচে ৪ গোল! শেষ পর্যন্ত ৮১ মিনিটে আলোনসোর গোলে জিতেছে চেলসি।

এমনই নাটকীয়তা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচে। ম্যাচের ৩ মিনিটেই স্যামি খেদিরা গোল করে এগিয়ে দিয়েছিলেন জুভেন্টাসকে, অথচ ৩৮ ও ৫৬ মিনিটে দুটি গোল হজম করে জুভরাই পড়ে পিছিয়ে। পরের গোলটি হজম করে পেনাল্টি থেকে। ৭৫ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে জুভেন্টাস আর ৯৩তম মিনিটে বের্নাদারশির গোলে জয় নিশ্চিত হয় জুভেন্টাসের। প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন, টটেনহাম ৩-১ গোলে হারিয়েছে ফুলহামকে। বিবিসি

মন্তব্য