kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছিলেন আলেকজান্ডার জিভেরেভ। হতাশার পর্ব দীর্ঘ করে সিনসিনাটি ওপেনেও নিজের প্রথম ম্যাচে হেরে গেছেন এই জার্মান তারকা। রবিন হ্যাসের বিপক্ষে প্রথম সেটটা অবশ্য জিতেছিলেন জিভেরেভই। কিন্তু দ্বিতীয় সেট সহজে ৪-৬ গেমে হেরে যান তিনি। এরপর তৃতীয় সেটে ২-৪ এ পিছিয়ে পড়েও টানা তিন গেম জিতে আশা জাগিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটটা ৫-৭ গেমে হেরে যান।মন্তব্য