kalerkantho


‘এ’ দলের হার

১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে পরের দিনে চলে আসা তিন ম্যাচের আনঅফিশিয়াল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে। অবশ্য এর আগে ফলাফল নির্ধারিত হওয়ার মতো খেলা যথেষ্টই হয়ে গিয়েছে। কাল ডাবলিনে বাংলাদেশ ‘এ’ দলকে ২০৩ রানের বিশাল লক্ষ্য দেওয়া আয়ারল্যান্ড উলভস বৃষ্টি আইনে (ডি/এল মেথড) ৫১ রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। টস জিতে বোলিং নেওয়া সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচ হারা আইরিশরা এবার স্টুয়ার্ট থম্পসন (৩৮ বলে ৪৭), উইলিয়াম পোর্টারফিল্ড (৩৪ বলে ৪৫), গ্যারেথ ডেলানি (১৫ বলে ৩৭) ও কেভিন ও’ব্রায়েনদের (১৩ বলে ৩০) ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে যে রান জমা করে, তাতে জিততে হলে এ রকম একাধিক ইনিংস খেলার দরকার ছিল সৌম্য সরকারের দলেরও। কিন্তু এত রানের চাপে তাঁরা মুখ থুবড়ে পড়েন। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। ১৫ ওভারে ১০৪ রানে ৭ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলেও আগেই হারের নিয়তি লেখা হয়ে গিয়েছিল।

 মন্তব্য