kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন জ্যাক সোক। সিনসিনাটি ওপেনেও প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন মার্কিন এই খেলোয়াড়। দক্ষিণ কোরিয়ার অবাছাই খেলোয়াড় চুং হিওনের বিপক্ষে প্রথম সেট জিতেও ম্যাচটি হেরে যান তিনি। এ নিয়ে টানা অষ্টম ম্যাচ হারলেন সোক। সর্বশেষ তিনি জয় নিয়ে কোর্ট ছেড়েছিলেন তিন মাস আগে রোম মাস্টার্সে। কাল প্রথম সেট ৬-২ গেমে জিতেও পরের দুটি সহজে ১-৬, ২-৬ গেমে হেরে যান তিনি।মন্তব্য