kalerkantho


মেরেই ফেলতেন স্টোকস!

১০ আগস্ট, ২০১৮ ০০:০০লর্ডস টেস্টে খেলা বাদ দিয়ে ব্রিস্টল ক্রাইন কোর্টে মামলার শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন বেন স্টোকস। তাঁর বিরুদ্ধে জনসমাগমের জায়গায় প্রকাশ্যে মারামারিতে লিপ্ত হওয়ার অভিযোগের বিচারকার্যের কাল ছিল চতুর্থ দিন। শুনানিতে স্টোকসের বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগও এনেছেন রায়ান হেইল। সাবেক সেনা সদস্য পুলিশের সঙ্গে আনুষ্ঠানিক বয়ানে বলেন, ‘ আমি একজন বাবা, সে আমাকে মেরেই ফেলতে পারত।  গ্রেপ্তার হওয়ার সময় স্টোকস জানিয়েছিলেন, তাঁর দুই বন্ধুকে সমকামী হওয়ার কারণে উত্ত্যক্ত করছিলেন রায়ান ও আলী। এএফপি

 মন্তব্য