kalerkantho


লর্ডসে বৃষ্টির বাধা

১০ আগস্ট, ২০১৮ ০০:০০লর্ডস টেস্টের শুরুতেই বৃষ্টির বাধা। দুপুর পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। সকালের মেঘাচ্ছন্ন আকাশ অবিরাম বৃষ্টি ঝরিয়ে পিচের মুখ আর দেখতে দেয়নি দুই দলের খেলোয়াড়দের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এর মধ্যেই ১-০তে এগিয়ে আছে ইংল্যান্ড। ভারতকে ৩১ রানে হারিয়েছে তারা এজবাস্টনের সেই ম্যাচে। দলে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। দাভিদ মালানের বদলে দলে ঢুকতে পারেন ২০ বছর বয়সী ওলি পোপ। বেন স্টোকস আদালতে থাকায় তাঁর জায়গা নিতে পারেন ক্রিস ওকস অথবা মঈন আলী। ক্রিকইনফোমন্তব্য