kalerkanthoসংক্ষিপ্ত

বৃষ্টিতে সমতা সিলেটে

২৩ জুলাই, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ। বৃষ্টির কারণে শুরুতে খেলার আয়ু কমে হয়েছিল ৪৫ ওভার। বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে ৪৫ ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দল ৯ উইকেটে করেছিল ২৪০ রান। সাদিরা সামারাবিক্রমা করেন ৭৫ রান, প্রিয়ঞ্জন করেন ৫৩ রান। থিসারা পেরেরা করেন ৪৪ রান। ৭ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন সানজামুল ইসলাম। ৪৫ ওভারে ২৪৩ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ‘এ’ দল ৩.৪ ওভারে বিনা উইকেটে ১২ রান তোলার পর ঝেঁপে শুরু হয় বৃষ্টি। এরপর খেলা আর মাঠে গড়ায়নি। অগত্যা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করা হয়। ফলে তিন ওয়ানডের সিরিজটা শেষ হলো ১-১ সমতাতেই। সিরিজ সেরা হয়েছেন থিসারা পেরেরা।মন্তব্য