kalerkantho


এমবাপ্পের ৭ নম্বর!

২৩ জুলাই, ২০১৮ ০০:০০মিশেল প্লাতিনি, জিনেদিন জিদানরা ফ্রান্সের হয়ে খেলেছেন ১০ নম্বর জার্সিতে। টিনএজার কিলিয়ান এমবাপ্পেও বিশ্বকাপে পরেছেন মর্যাদার সেই জার্সি। ৪ গোল করে জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। কিন্তু পিএসজিতে তাঁর জার্সি নম্বর ২৯। নতুন মৌসুমে বদলাচ্ছে সেটা। লেকিপ জানিয়েছে পিএসজিতে ৭ নম্বর জার্সি পেতে যাচ্ছেন এমবাপ্পে। প্যারিসের ক্লাবটিতে ১০ নম্বর জার্সিটা পরেন নেইমার। জাতীয় দলের মতো এমবাপ্পের ক্লাবেও একই নম্বর পাওয়ার সুযোগ নেই। তবে সময়ের অন্যতম সেরা ক্রিস্তিয়ানো রোনালদো, আন্তোয়ান গ্রিয়েজমানরা ৭ নম্বর পরেন বলে এতে অখুশি হওয়ার কারণ নেই তাঁর। রোনালদোর বদলি হিসেবে এমবাপ্পেকে চাইছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিয়ো রামোস। সেখানে নিশ্চয়ই ৭ নম্বরটা তোলা থাকত তাঁর জন্য। লেকিপমন্তব্য