kalerkantho


আবারও সালাহকে পেয়ে খুশি আলিসন

২৩ জুলাই, ২০১৮ ০০:০০আবারও সালাহকে পেয়ে খুশি আলিসন

মাঠে তোলেন গতির ঝড়। ন্যাসকারের চাকা খোলা আর লাগানোর বেলায় সেটা নয় কেন? লিভারপুল তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানেরা এখন যুক্তরাষ্ট্র সফরে। সেখানে ন্যাসকার ফ্যাক্টরি প্রদর্শনীতে এসে দক্ষ পিট ক্রুর মতো লেগে পড়লেন গাড়ির চাকা খোলার কাজে! পুরোটাই মজা করে। সতীর্থরা করতালি দিয়ে উৎসাহও দিচ্ছিলেন মোহামেদ সালাহ ও মানেকে। খুব বেশি সময় না নিয়ে গাড়ির চাকা খুলে ফেলেন সালাহ। চার্লোটের ন্যাসকার ফ্যাক্টরি প্রদর্শনের সময়টা এভাবে উপভোগ করেছেন লিভারপুলের সব তারকা।

সালাহ একটা সময় ছিলেন এএস রোমায়। সেখানে সতীর্থ হিসেবে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। সেই আলিসন ট্রান্সফারের বিশ্বরেকর্ড গড়ে এখন লিভারপুলে। গত চ্যাম্পিয়নস লিগের মতো সালাহ তাই প্রতিপক্ষ নন আর। পুরনো সতীর্থকে ফিরে পেয়ে খুশি আলিসনও, ‘সালাহ রোমা ছাড়ার পর খুব বেশি যোগাযোগ হয়নি। গত চ্যাম্পিয়নস লিগে ওর মুখোমুখি হওয়াটা বিব্রতকরই ছিল। সালাহ শুধু খেলোয়াড় হিসেবে নন, মানুষ হিসেবেও অসাধারণ। এমন দারুণ একজনকে আবারও সতীর্থ হিসেবে পাওয়াটা দুর্দান্ত।’

নতুন মৌসুমের প্রস্তুতিটা সালাহদের শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপে তিনটি ম্যাচ খেলবে অলরেডরা। প্রথমটা জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, এরপর প্রিমিয়ার লিগের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে পেপ গার্দিওলার সিটিকে হারিয়েছে ডর্টমুন্ড। গত মৌসুমে লিভারপুল চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছেছিল মোহামেদ সালাহর কাঁধে ভর করে। কিন্তু ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পেয়ে সালাহ মাঠ ছাড়ার পর আর পেরে ওঠেনি লিভারপুল। চোটের জন্য সালাহ বিশ্বকাপেও ছিলেন না নিজের ছন্দে। তবে বিশ্বকাপ শেষে মিসরের এই তারকা শতভাগ ফিট এখন। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে স্বস্তি তাই, ‘সালাহ পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা নেই। মিসরের সঙ্গে বিশ্বকাপের সময় থেকে যোগাযোগ ছিল আমাদের। সালাহ নিজের ক্যারিয়ারের গুরুত্ব জানে ভালোভাবে। খেলতে না পারলে মাঠে নামবে না, পেশাদার ফুটবলারের মতোই আচরণ। এখন ও ফিরে পেয়েছে নিজেকে। ফিট সালাহকে পেয়ে খুশি আমরাও।’

সালাহর মতো চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলেছেন সাদিও মানে। বিশ্বকাপ শেষে তিনিও যোগ দিয়েছেন লিভারপুলে। তবে নতুন আসা জেরদান শাকিরি যুক্তরাষ্ট্র সফরে যোগ দেবেন আরো কিছুদিন পর। যাঁরা আছেন তাঁদের নিয়েই খুশি ক্লপ, ‘সালাহ, মানেরা গত মৌসুমের সাফল্য নিয়ে বসে থাকার খেলোয়াড় না। আরো ভালো করাই লক্ষ্য তাঁদের। এ জন্য ছুটি শেষ করে যোগ দিয়েছে দলের সঙ্গে। দলে নতুন নাম লেখানোরাও যোগ দেবে যুক্তরাষ্ট্রে। ১২ আগস্ট নতুন মৌসুম শুরুর আগে তৈরি হয়ে যাবে সবাই।’ প্রিমিয়ার লিগে আগামী ১২ আগস্ট ওয়েস্ট হামের বিপক্ষে প্রথম ম্যাচ লিভারপুলের। অ্যানফিল্ডের সেই ম্যাচ জয় দিয়েই শুরু করতে চাইবেন ইয়ুর্গেন ক্লপ। ডেইলি মেইলমন্তব্য