kalerkantho


সংক্ষিপ্ত

এক হয়ে চমক

২২ জুলাই, ২০১৮ ০০:০০বরফ গলছে দুই কোরিয়ার। দুই দেশ এক হয়ে কোরিয়া নামে মর্যাদার সব টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা। গত অলিম্পিকে কয়েকটা ইভেন্টে একটি দল গড়া হয়েছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়দের নিয়ে। গতকাল কোরিয়ান ওপেন টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে চীনকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয় কোরিয়ার যৌথ দল। দ্বৈতের ফাইনালে পৌঁছেছিলেন দক্ষিণ কোরিয়ার পুরুষ খেলায়াড় জ্যাং উ জিন আর উত্তর কোরিয়ার নারী খেলোয়াড় চা হাই সিম। দুজন মিলে ৩-১ ব্যবধানে হারান চীনের ওয়াং চুকুইন ও সুন ইয়ানসা জুটিকে। প্রথম গেম কোরিয়া হেরে বসে ৫-১১ পয়েন্টে। এরপর ঘুরে দাঁড়িয়ে ফাইনাল জেতে ৫-১১, ১১-৩, ১১-৪ ও ১১-৮ পয়েন্টে। গ্যালারিতে তখন গর্জন ‘উই আর ওয়ান’ বলে। প্রায় তিন দশক পর মর্যাদার টুর্নামেন্টে দুই কোরিয়ার যৌথ দলের এটা প্রথম দলীয় সোনা। ১৯৯১ সালে জাপানে সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়নশিপের টেবিল টেনিসেই সোনা জিতেছিল যৌথ দল। এবারের এশিয়ান গেমসে কেনোয়িং, রোয়িং ও মেয়েদের বাস্কেটবলে যৌথ দল পাঠাবে দুই কোরিয়া। সেখানে সাফল্য পেলে নিশ্চিতভাবে ভবিষ্যতে আরো বাড়বে যৌথ দলের সংখ্যা। এএফপিমন্তব্য