kalerkantho


টপ অব দ্য ডে

২২ জুলাই, ২০১৮ ০০:০০



টপ অব দ্য ডে

গলে প্রথম টেস্ট খেলেননি আকিলা ধনঞ্জয়া। কলম্বোয় দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই আলোকিত পারফরম্যান্স এ স্পিনারের। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১২৪ রানে গুটিয়ে দেওয়ার অন্যতম রূপকার তো তিনিই। নিজের প্রথম বলেই ডিন এলগারকে ফিরিয়ে উইকেট উৎসবের শুরু। তাঁর শিকার প্রোটিয়া ব্যাটিংয়ের অন্যতম দুই স্তম্ভ ডি ব্রুইন, কুইন্টন ডি ককও। সব মিলিয়ে ৫২ রানে পাঁচ উইকেট নিয়ে ধস নামিয়েছেন প্রোটিয়া ইনিংসে।



মন্তব্য