kalerkantho


সংক্ষিপ্ত

হকি দলের কোরিয়া সফর

২১ জুলাই, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ভারতে ছয় ম্যাচ হেরে আসার পর হকি দল এবার যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। কোরিয়া জাতীয় দলের সঙ্গে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল আগামী ২৪ জুলাই কোরিয়া রওনা হচ্ছে। কোরিয়াগামী দলে পরিবর্তন তিনটি। ভারতে সফরের দল থেকে বাদ পড়েছেন ইমন, মাহবুব ও নিলয়। ঢুকেছেন আরশাদ, সবুজ ও কামরুজ্জামান।

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল তৈরি হচ্ছে মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তির তত্ত্বাবধানে। কিছুদিন আগে তারা ভারত সফরে গিয়ে ছয়টি ম্যাচই হেরে ফিরেছে। দুটি ভারতীয় জুনিয়র দলের কাছে এবং চারটি হেরেছে ভারত ‘এ’ দলের কাছে। এর পরও সহকারী কোচ মওদুদুর রহমানের বিশ্লেষণে বাংলাদেশ দলের অবস্থা খারাপ নয়, “ভারত এখন অনেক শক্তিশালী দল। ওদের ‘এ’ দলে জাতীয় দলের সাত-আটজন খেলোয়াড় ছিল। আমরা বেশির ভাগ গোল খেয়েছি পেনাল্টি কর্নার থেকে। ওখানে সব ম্যাচ হারলেও আমাদের দলের পারফরম্যান্স খারাপ ছিল না। সেখানে আমাদের যে ত্রুটি-বিচ্যুতি ছিল সেগুলো শুধরে এখন দল যাচ্ছে কোরিয়ায়।” সেখানে পাঁচটি ম্যাচই খেলবে কোরিয়া জাতীয় দলের বিপক্ষে। এশিয়ান গেমসের আগে এখানেই পারফরম করে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে বাংলাদেশকে।মন্তব্য