kalerkantho


ফ্লপ অব দ্য ডে

২০ জুলাই, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

হার্ডকোর্ট ওপেনের শুরুটাও ভালো হয়নি মিশা জিভেরেভের। নিউ ইয়র্কের রোড আইল্যান্ডের নিউপোর্ট ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে খেলছিলেন জার্মানির এই খেলোয়াড়। শীর্ষ বাছাইয়ের সেই মর্যাদাটা একেবারেই রাখতে পারেননি তিনি। থেমে গেছেন দ্বিতীয় রাউন্ডে। ভ্যাসেক পোসপিসিলের বিপক্ষে শুরুটা অবশ্য আশা-জাগানিয়াই ছিল জিভেরেভের। প্রথম সেট জিতেছিলেন ৬-৪ গেমে। ছন্দটা টেনে নিতে পারেননি পরের দুটিতে।মন্তব্য