kalerkantho


সংক্ষিপ্ত

অবসরে কাহিল

১৮ জুলাই, ২০১৮ ০০:০০বিশ্বকাপে বেঞ্চেই বসেছিলেন টিম কাহিল। ৩৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে নেমেছিলেন শেষ বেলায়। তখনই দেখতে পাচ্ছিলেন নিয়তিটা। অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ ম্যাচে সবচেয়ে বেশি ৫০ গোল করা এই তারকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন তাই। টুইটারে দিলেন অবসরের, ‘আজ (গতকাল) সেই দিন, যেদিন আমি সকারুদের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের বুট জোড়া তুলে রাখছি। জাতীয় দলের হয়ে খেলা সব সময় গর্বের। আমার জাতীয় দলের সব সতীর্থ আর কোচদের ধন্যবাদ জানাচ্ছি।’ অস্ট্রেলিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব কাহিলের। একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে গোল করেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে। এএফপিমন্তব্য