kalerkanthoসাম্পাওলির বিদায়

১৬ জুলাই, ২০১৮ ০০:০০স্বপ্ন-বাস্তবতায় কত ফারাক। কাল হতে পারত লিওনেল মেসির স্বপ্ন পূরণের দিন। লুঝনিকিতে সোনার ট্রফিতে তৃষ্ণার্ত ঠোঁট ছোঁয়াতে পারতেন তিনি। ফ্রান্সের কাছে শেষ ষোলোতেই এক বিব্রতকর হারে সেই স্বপ্নের ইতি। রাশিয়া ছাড়ার পর মেসি আর কোনো খবরেও থাকেননি। ছিলেন হোর্হে সাম্পাওলি। আর্জেন্টিনায় তাঁর চাকরি থাকা না-থাকা নিয়ে গুঞ্জন চলছিল।

জানা গিয়েছিল নতুন প্রজেক্ট শুরু করতে আগ্রহী ৫৮ বছর বয়সী কোচ। তাঁকে বরখাস্ত করলে ২০ মিলিয়ন ইউরো গুনতে হবে বলে আর্জেন্টিনা ফুলটবল অ্যাসোসিয়েশনও ছিল নিশ্চুপ। অবশেষে দুই পক্ষের সমঝোতাতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সাম্পাওলির। ২০ মিলিয়ন নয়, দুই মিলিয়ন ইউরোতেই এএফএর রফা হয়েছে তাঁর সঙ্গে। চিলিকে কোপা আমেরিকা জেতানো কোচ বিশ্বকাপ বাছাইয়ের মাঝপথে আলবিসেলেস্তেদের দায়িত্ব নিয়েছিলেন। বিশ্বকাপে দলটি ছিল ছন্নছাড়া। সাম্পাওলির একাদশ সাজানো ছিল প্রশ্নবিদ্ধ, খেলোয়াড়দের সঙ্গে তাঁর দ্বন্দ্বের খবরও চাপা থাকেনি। শেষ পর্যন্ত ছিন্ন দুই পক্ষের সম্পর্ক। আগামী কোপা সামনে রেখে এএফএকে এখন নতুন কোচ খুঁজে নিতে হবে। সেভিয়ার দায়িত্ব ছেড় আসা সাম্পাওলি কি আবার ফিরবেন ক্লাব ফুটবলে? মার্কামন্তব্য