kalerkantho


রোদ্রিগেজের কলম্বিয়ার সামনে জাপান

১৯ জুন, ২০১৮ ০০:০০টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে জাপান ও কলম্বিয়া। গতবারের কলম্বিয়া ছিল রোমাঞ্চকর। বিশেষ করে হামেস রোদ্রিগেস। টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের পথে জাপানের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচেও লক্ষ্য ভেদ করেছিলেন তিনি। রাশিয়ার সারানস্কে আজও ফেভারিট রোদ্রিগেসের কলম্বিয়া। জাপান বিশ্বকাপের ঠিক আগে কোচ বদলে এই টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনাকে এখনো রেখেছে প্রশ্নের মুখে।

নতুন কোচ আকিরা নিশিনো তিনটি প্রস্তুতি ম্যাচ পেয়েছেন। এর প্রথমটিতে ঘানার কাছে হেরেই তিনি স্কোয়াড ঘোষণা করেছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একই, ২-০ ব্যবধানে হার। তবে শেষ ম্যাচে নিশিনোর জাপানকে ঠিকই দেখা গেছে। পিছিয়ে পড়েও প্যারাগুয়েকে সেই তারাই হারিয়েছে ৪-২ গোলে। বরুশিয়া ডর্টমুন্ড তারকা শিনজি কাগওয়া গোল পেয়েছেন, সঙ্গে দুটি অ্যাসিস্ট তাঁর। ভাহিদ হালিলহোজিচের সময়ে কাগওয়া, কেইসুকে হোন্ডার মতো তারকারা ছিলেন উপেক্ষিত। ৬৩ বছর বয়সী নিশিনো এসে এই অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছেন। হালিলহোজিচের ‘ডিরেক্ট ফুটবল’ থেকে জাপানিদের আবার ফিরিয়েছেন ছোট পাসে তাদের নিজস্ব খেলার ধরনে।

তাছাড়া ভূমিকম্প এ ম্যাচের আগে জাপানের খেলোয়াড়দের হতাশায় ডুবিয়ে দিয়েছে। দলের বেশ কয়েকজনের খেলোয়াড় ঘর বাড়ি এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকালের অনুশীলনে যার স্পষ্ট ছাপ ছিল।

অন্যদিকে গত বিশ্বকাপের সফল ৪-২-৩-১ ফরমেশন এবারও কলম্বিয়া কোচ হোসে পেকারম্যানের পছন্দ। দলে বড় পরিবর্তন বলতে রাদামেল ফালকাও আছেন এবার। দল ঘোষণার পরপরই ছিটকে গেছেন নিয়মিত একাদশের লেফট ব্যাক ফাব্রা। তাঁর জায়গায় ৩৪ বছর বয়সী ফারিদ দিয়াজের ওপর এখন ভরসা রাখতে হচ্ছে কোচকে। ইএসপিএন

 মন্তব্য