kalerkantho


আমির-আব্বাসে ভুগছে ইংল্যান্ড

২৭ মে, ২০১৮ ০০:০০মোহাম্মদ আমিরের সামর্থ্য কারো অজানা নেই। এই ইংল্যান্ডেই স্পট ফিক্সিংয়ের জালে জড়িয়ে জীবন থেকে পাঁচটি বছর না খোয়ালে পেসার হিসেবে আরো সফল হতে পারতেন এই বাঁহাতি। লর্ডস টেস্টে আমির যে সুইং পেয়ে স্বাগতিকদের মাথাব্যথার কারণ হবেন, এমনটাই তো স্বাভাবিক। হয়েছেও তা-ই। ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ আব্বাস। আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টে নিয়েছিলেন ৯ উইকেট (৪+৫), ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট, কালও তিনিই আঘাত হেনেছেন গোড়ায়। অ্যালিস্টার কুককে দ্বিতীয় ইনিংসে ফিরিয়েছেন ১ রানে, হাফ সেঞ্চুরি করা জো রুটকেও ৬৮ রানের বেশি করতে দেননি। আমির ও আব্বাসের যৌথ আক্রমণে  দ্বিতীয় ইনিংসেও রানখরায় ভুগছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ ওভারে ৬ উইকেটে ১২৪ রান। ক্রিকইনফোমন্তব্য