kalerkantho


দুয়ারে বিশ্বকাপ

দেশ না পরিবার?

২৬ মে, ২০১৮ ০০:০০উভয় সংকটে ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ। বিশ্বকাপ চলার সময় ৩০ জুন তৃতীয় সন্তানের পিতা হতে চলেছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে যাবে তত দিনে। ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট রাউন্ডের ম্যাচ খেলতে হবে ২ জুলাই। আর রানার্স-আপ হলে ৩ জুলাই। তাই স্ত্রীর পাশে থাকতে ডেলফ উড়ে যেতে চান দেশে। কোচ অনুমতি দেবেন কি না, বড় প্রশ্ন এটা। ডেলফের কাছে অবশ্য পরিবারই আগে, ‘পরিবারের চেয়ে বড় কিছু হতে পারে না। পরিবার সব সময়ই আগে, আর সেটা উচিতও। যদি দেশে ফেরার সুযোগ থাকে তাহলে অবশ্যই আসব। এখনো নিশ্চিত নই ২৮ জুনের ম্যাচের পর অল্প সময়ের জন্য দেশে ফিরতে পারব কি না।’ বিবিসিমন্তব্য