kalerkantho


মেসিকে আটকাবেন নাইজেরিয়ার গোলরক্ষক

২৬ মে, ২০১৮ ০০:০০মেসিকে আটকাবেন নাইজেরিয়ার গোলরক্ষক

গত বছর প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে নাইজেরিয়া। সেই দুই দল বিশ্বকাপেও একই গ্রুপে। তবে প্রীতি ম্যাচ আর বিশ্বকাপের খেলা যে এক নয়, ভালোই জানা ‘সুপার ইগল’দের। আর্জেন্টিনাকে হারাতে হলে কিংবা ড্র করতে হলেও ঠেকাতে হবে লিওনেল মেসি নামের খুদে জাদুকরকে। পোস্টে শেষ ভরসা হয়ে থাকা গোলরক্ষক ইকেচুকুয়া এজেনওয়া দিলেন সেই প্রতিশ্রুতি। লিওকেমিয়ার জন্য নাইজেরিয়ান দল থেকে ছিটকে যাওয়া এক নম্বর গোলরক্ষক কার্ল ইকেমার জায়গায় পোস্ট আগলানোর সম্ভাবনা বেশি এজেনওয়ার। আর সুযোগটা পেলে দেশের ১৮০ মিলিয়ন মানুষের জন্যই মেসিকে আটকাতে চান তিনি, ‘আমি জানি দেশের ১৮০ মিলিয়ন মানুষের ভার নিয়ে দাঁড়াব গোলপোস্টে। এ জন্যই আটকাতে হবে মেসিকে। যদি মেসিকে আটকাতে পারি তাহলে খুশিতে ভাসবে পুরো ১৮০ মিলিয়ন মানুষ। এটাই চাওয়া আমার।’

লিওনেল মেসি ম্যানচেস্টার সিটির একাডেমিতে অনুশীলন করেছেন একটা সময়। তখন তাঁর পাশে থাকার সৌভাগ্য হয়েছিল নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহেনাচোর। মেসিকে আদর্শ করে বেড়ে ওঠা এই ফরোয়ার্ডের জন্য সেটা ছিল চাঁদ হাতে পাওয়ার মতো। তবে বিশ্বকাপে মেসিকে ম্লান করে নাইজেরিয়াকে জেতাতে চান কেলেচি, ‘মেসি আমার অন্যতম আদর্শ। সিটির একাডেমিতে তাঁকে দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তবে এবার হারাতে চাই তাঁকে।’ এএফপিমন্তব্য