kalerkantho


ফ্লপ অব দ্য ডে

২৪ মে, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

একটা সময় এটিপি র‌্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছিলেন ডেভিড ফেরার। শিরোপা জিতেছেন ২৭টি। সেই তিনি এখন নিজের ছায়া। পেছাতে পেছাতে র‌্যাংকিংয়ে ৪২ নম্বরে। জেনেভা ওপেনে হেরেও গেছেন দ্বিতীয় রাউন্ডে। জার্মানির পিটার গোজোওয়েজেক ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন এই স্প্যানিয়ার্ডকে। প্রথম সেটে লড়াই করতে না পারা ফেরার দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন কিছুটা। শেষরক্ষা হয়নি এর পরও। হেরেছে ৪-৬ গেমে।মন্তব্য