kalerkantho


রুমানাদের দক্ষিণ আফ্রিকা সফরের উপলব্ধি

২৪ মে, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বিক্ষিপ্তভাবে অনুশীলন শিবির চললেও আট মাস কোনো খেলাই ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অবশেষে দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলার সুযোগ এলো, কিন্তু সফরটি কাটল দুঃস্বপ্নের মতো। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে হেরেছে আট ম্যাচের সব কয়টিই। এই সফরের উপলব্ধি জানাতে গিয়ে পরশু রাতে দেশে ফেরা দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের কণ্ঠে নতুন করে খেলে গেল পুরনো হতাশাই, ‘অনেক দিন পর ওয়ানডে খেলতে গিয়েছি। এ বছর পাঁচটি খেললাম, আবার কবে খেলব জানি না। সামনে এশিয়া কাপ টি-টোয়েন্টি আছে, তবে ওয়ানডে নেই।’

ম্যাচ খেলা নিয়ে হাহাকারের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের প্রাপ্তি বলতে, ‘প্রাপ্তি বলতে অভিজ্ঞতা বাড়ল। ওরা ভালো দল। ভালো দলের সঙ্গে খেলতে কেমন প্রস্তুতি দরকার বা নিতে হবে, সেটি এবার আমরা বুঝেছি।’ বুঝেছেন বেশির ভাগ ম্যাচেই বিধ্বস্ত হয়ে, ‘আমার কাছে মনে হয়েছে ওরা অনেক এগিয়ে গেছে। গত বছর যেমন দেখেছিলাম, তার তুলনায় এবার নিজেদের মাটিতে ওরা অনেক ভালো খেলেছে। আমরাও আমাদের সামর্থ্য দেখাতে পারিনি। ওরা সেটি পুরোপুরিই দেখিয়ে গেছে। ওদের পেস অ্যাটাক ছিল অসাধারণ। যেখানে আমরা অনেক পিছিয়ে আছি।’ বিরুদ্ধ কন্ডিশনই মূলত নিজেদের মেলে ধরার পথে বাধা ছিল বলে মনে করেন রুমানা, ‘কন্ডিশন আমাদের খেলায় অনেক প্রভাব ফেলেছে। আমরা এখনো আমাদের দেশের কন্ডিশন থেকে বের হতে পারিনি।’ দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফেরার পথে রুমানারা বিদায় দিয়েছেন তাঁদের গত ১৮ মাসের কোচ ডেভিড ক্যাপেলকেও।মন্তব্য